Tor Premete Ondho Holam Lyrics

Spread the love

Tor Premete Ondho Holam Lyrics By James. Main song words are তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল – দুপুর – রাতে আগুন জেনেও পুড়লাম আমি দিলাম তাতে ঝাপ তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই পাপ.

Tor Premete Ondho Holam Lyrics – James

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে । [ ২ বার ]

আগুন জেনেও পুড়লাম আমি,
দিলাম তাতে ঝাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ । [ ২ বার ]

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে ।

তোর কারনে ভুললাম আমি
গোত্র জাতি কুল ,
কাঁটার সাথে করলাম সন্ধি ,
পায়ে পিষে ফুল । [ ২ বার ]

কেমন করে সইবো আমি
প্রেম আগুনের তাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে
বন্ধু ছিলো পুরোটাই পাপ । [ ২ বার ]

পথ হারানো পথিক হলাম
সব হারিয়ে নিঃস্ব ।
তোর আমার এই প্রেমের
কি দাম দেবে বিশ্ব । [ ২ বার ]

প্রেমের নামে কিনলাম আমি
নিঠুর অভিশাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ । [ ২ বার ]

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে ।

Tumi Jake Bhalobasho Lyrics


Spread the love